কোন দেশে ভ্যমন করতে হলে ভিসা অত্যবশ্যক । অন্যান্য দেশের তুলনায় ভিয়েতনামের ভিসা খুব বেশী কঠিন নয়। দু উপায়ে ভিসা পাওয়া যায় যথাঃ- ১. ভিয়েতনাম প্রবেশের পূর্বে আপনার দেশে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস হতে ভিসার জন্য আবেদন করতে হবে, অথবা অনলাইনে, বিমান বন্দরে পৌছে ভিসার জন্য আবেদন করা।

প্রথমত জানতে হবে আপনি যে দেশের নাগরিক সে দেশের ক্ষেত্রে ভিসার প্রয়োজনীতা আছে কিনা। কিছু দেশ রয়েছে যাদের নাগরি দের নিদিষ্ঠ সময়ে অবস্থার জন্য ভিসার প্রয়োজন নেই। অতপর আপনাকে ভিয়েতনাম দূতাবাসের ওয়েবসাইটে বা সেসমস্ত ওয়েবসাইট ভিসা সেবা দিয়ে থাকে তাদের ওয়েব সাইটে হতে। অতপর আপনার ক্ষেত্রে প্রযোজ্য ভিসা ফি পরিশোধ করতে হবে। যা নিশ্চিত এবং অনলাইন পরিশোধ করতে হবে-এ ২৫ ডলারের মাধ্যমে এটি নিরাপদ। ভিসা অনুমদিত চিঠি পেতে দুদিন সময় লাগবে। ইমেইলের মাধ্যমে চিঠিটি আবেদনকারীর কাছে পৌছাবে। এটি প্রিন্ট করে ভ্রমনকালে অবশ্যই সাথে রাখতে হবে। এখন আপনাকে টিকিট কিনে ভিয়েতনামে উদ্দেশ্যে গমন করতে হবে। ভিয়েতনাম বিমান বন্দরে পৌছালে একটি কাউন্টার দেখা যাবে। সেখানে সাথে করে নেওয়া অনুমোদিত চিঠিটি দেখিয়ে পাসপোর্ট স্টাম্প করে নিতে হবে। এভাবে অতি সহজেই ভিয়েতনাম ভিসা করিয়ে নেওয়া যাবে। যারা স্থানীয় ভিয়েতনাম দূতাবাসে লম্বা প্রক্রিয়া পচ্ছন্দ করেন না তাদের জন্য এটি সর্বোত্তম উপায়।

ভিসার এ প্রক্রিয়া ভিয়েতনাম অভিবাসন বিভাগ দ্বারা সমর্থিত। ভিসা প্রক্রিয়ার তথ্যসমূহ এবং সেবার ফি বিস্তারিত ওয়েব সাইটে দেয়া থাকে। আপনি কি সিংগেল না মাল্টিপল ভিসা নিবেন এ ব্যাপারেও সিদ্ধান্ত তারা নিতে সাহায্য সহযোগিতা করে থাকে। আপনি আর অপেক্ষা না করে আজই ভিয়েতনাম সৌন্দর্য আবিস্কারে বেড়িয়ে পড়ুন। আপনার কম্পিউটার হতে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি এ সেবা গ্রহন করতে পারেন।

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby