আগমনে ভিয়েতনাম ভিসা ২০০৩ সালে শুরু হয়ে ২০১১ সালে অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের ভিয়েতনাম আসা র্পযটকদরে কাছে উদীয়মান পন্থা হয়ে ওঠে। ভিয়েতনাম ভ্রমন ও র্অথনীতির দরজা উন্মুক্ত করার পর আগমনীর সংখ্যা তীক্ষনভাবে বৃদ্ধি পায় এবং ভিসা পদ্ধতি আরও প্রসারিত হয়। দয়া করে নিচের তথ্যগুলো দেখুন এবং জানুন আগমনে ভিসা প্রাপ্তি ভাল কি না ।

০১।    সহজ পদ্ধতি :

আগমনে ভিয়েতনাম ভিসা তুলনামূলকভাবে সহজ পদ্ধতি। শুধু ওয়েবসাইটে www.vietnamimmigration.com  ফর্ম পূরন করে ক্রেডিট কার্ড বা পেপালের মাধ্যমে অর্থ প্রদান করা। ভিয়েতনাম ভিসার আবেদনপত্র পূরণ করতে ২ মিনিটের মত সময় লাগে। অর্থ প্রদানের ২৪ ঘন্টার মধ্যে ভিয়েতনামিজ সরকারের কাছ থেকে পেয়ে যাবেন আগমনে ভিসা প্রাপ্তির অনুমোদন পত্র। এরপর শুধু অনুমোদনপত্রটি প্রিন্ট করে, আসুন ভিয়েতনাম এবং ভিসা পেয়ে যান।

০২।    আপনার সময় বাঁচান :

দূতাবাস বা রাষ্ট্রদূতের কাছে গিয়ে বেশ কিছু দিন অপেক্ষা করে ভিসা গ্রহণের পরিবর্তে অনলাইনে আবেদন করে মাত্র ২৪ ঘন্টায় পেয়ে যাবেন আগমনে ভিসা প্রাপ্তির অনুমোদনপত্র। এমনকি জরুরী ক্ষেত্রে ১ কর্মদিবসেই ভিসার ব্যবস্থা করা যাবে। আপনার দেশের রাষ্ট্রদূত/দূতাবাস ছুটির দিনে বন্ধ থাকে কিন্তু আমরা সর্বদাই খোলা। এমনকি আপনি ছুটির দিনেও ভিসা আবেদন করতে পারেন।

০৩।   যে কোন সময় ও অবস্থান থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার/ল্যাপটপ থেকে আবেদন করুন :

আপনার অবস্থানে যদি কোন ভিয়েতনাম দূতাবাস বা রাষ্ট্রদূত না থাকে চিন্তার কোন কারণ নেই। আগমনে ভিয়েতনাম ভিসা সর্বোত্তম পছন্দ। এমনকি যখন আপনি অন্য কোন দেশে ছুটিতে আছেন তখনও মাত্র দু’মিনিট ব্যয়ে অনলাইনে ভিসা আবেদন করতে পারেন www.vietnamimmigration.com  ঠিকানায়। আরও তথ্য পেতে ই-মেইল করুন। info@vietnamimmigration.com

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby