আপনি যদি ভিয়েতনামের অধিবাসী না হয়ে থাকেন তবে ভিয়েতনামে প্রবেশে অবশ্যই আপনাকে ভিসা নিতে হবে। ভিসা  নেওয়ার দুটি পদ্ধতি রয়েছে। প্রথম ¯^শরীরে ভিয়েতনামা  দূর্তাবাস উপস্থিত হয়ে। দ্বিতীয়ত স্থানীয় যারা ভিসা পরিসেবা প্রদান করে তাদের সহযোগিতায় ভিসার জন্য আবেদন করা। আপনি যদি ভিয়েতনাম দূর্তাবাস থেকে ভিসা নিতে চান । উপায় সমূহ নি¤œ রুপ ঃ

  • প্রথমত দূতাবাসের অনুমোদন বিভাগে যোগাযোগ করতে হবে।
  • আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজাদী জমা দিতে হবে।
  • ভিসা পেতে ৪ থেকে ৫ দিন সময় লাগবে।
  • তারা একটি নিদিষ্ট পরিমানের পরিসেবা ফি চার্জ করবে।
  • আপনাকে আরো কিছু অতিরিক্ত ফি যথা ডাক ইত্যাদি ফি পরিশোধ করতে হবে।
  • আবেদনপত্রের সাথে অবশ্যই পাসপোর্ট দিতে হবে।

অন্যথায় আপনি যদি ভিসা পরিসেবা প্রদান করে এমন এজেন্ট এর সহযোগিতায় আবেদন করেন তবে উপায়সমূহ নি¤œরুপঃ

  • ভিয়েতনামা অভিবাসন বিভাগেই হচ্ছে অনুমোদন কেন্দ্র।
  • আবেদন করার পরে ২৪ থেকে ৪৮ ঘন্টা লাগবে ভিসা পেতে।
  • ধার্যকৃত চার্জ খুব একটা বেশী নয়।
  • আবেদন করার সময় পাসপোর্ট লাগবে না।
  • আপনাকে শুধু ভিসা পরিসেবার এজেন্টের ওয়েব সাইটে ফর্ম পূরন করতে  হবে। ফরম পূরন করার ৪৮ ঘন্টার মধ্যে ভিসা অনুমোদিত চিঠিতে আপনার দেয়া ঠিকানায়  প্রেরন করা হবে। অতপর ভিয়েতনাম বিমানবন্দর হতে ভিসার নিতে আপনাকে পাঠানো চিঠির সাথে বর্তমানে সাথে বিল এমন ছবি ও পাসপোট সাথে করে নিয়ে যেতে হবে।

এতে প্রতিয়মান হয় যে ভিসা পরিসেবার এজেন্টের মাধ্যমে ভিয়েতনাম ভিসা নেয়া অধিকরতর সহজ কোন সময় নষ্ট করা ছাড়াও শুধুমাত্র একটি ফরম পূরনের মাধ্যমে পাওয়া চিঠির সহযোিিগতা অতি সহজেই ভিয়েতনাম ভিসা নেয়া য়ায়।

ত্রিশ দিনের ভিসার জন্য আপনাকে ৬০ আমেরিকান ডলার চার্জ করা হবে। যাতে পরবার্তীতে আপনার কাছে  চিঠি  পাঠাতে ঢাক খরচ ধরা হবে। আবেদনকারীর সংখ্যা  বেশী হলে ডাক খরচ ও বেশী পড়বে। আপনি যদি দ্রুত ভিসার পরিসেবা গ্রহন করেন তবে আপনাকে ৮৬ ডলার পরিশোধ করতে হবে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ভিয়েতনাম ভিসা।

Quote of the week

"People ask me what I do in the winter when there's no baseball. I'll tell you what I do. I stare out the window and wait for spring."

~ Rogers Hornsby